"রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ” আধুনিক নারীশিক্ষা নিশ্চিতে ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ পুলিশ বাহিনীর ইতিহাসে শত-সহস্র কর্মকর্তার ভীড়ে অন্যতম, রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, চন্দ্রদিঘলিয়া তথা গোপালগঞ্জ-এর কৃতি সন্তান, সারা দেশের গর্ব, পুলিশ বাহিনীর আইকন, অতিরিক্ত আইজিপি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। তাঁর দূরদর্শী চিন্তার ফসল এ বিদ্যাপীঠ। যুগোপযোগী ও আধুনিক অবয়বে সজ্জিত এ প্রতিষ্ঠানে রয়েছে প্রসিদ্ধ লাইব্রেরি, ডিজিটাল ল্যাব, সাইন্স ল্যাব, কম্পিউটার ল্যাব, থিয়েটার, ক্যাফেটেরিয়া, ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব ও প্রশস্ত খেলার মাঠ। নিশ্চিদ্র নিরাপত্তা-বেষ্টনিসহ সিসিটিভি পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মনোমুগ্ধকর পরিবেশে মাল্টিমিডিয়া পদ্ধতিতে শিখন-কার্যক্রম ফলপ্রসূ ও অধিকতর আনন্দদায়ক করতে নিবেদিত আমাদের একঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষক। এছাড়াও শিক্ষানুরাগী সুদক্ষ পরিচালনা পর্ষদের নিবিড় তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সাফল্যের শিখরে পৌঁছে যাবে বলে আমরা বিশ্বাস করি। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ নারীশিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছে। সকলের সহযোগিতা ও পরামর্শে আমাদের সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। অধ্যক্ষ তানিয়া খান